মসজিদ পরিচিতি

মসজিদের বর্ননা:  মোগল শাসকদের সুবাদে সতেরো শতকে রাজধানী শহর হিসেবে ঢাকার গোড়াপত্তন। এর আগে কেমন ছিল ঢাকা, তার আঁচ পাওয়া যায় সুলতানি আমলের কিছু স্থাপনা থেকে। এর মধ্যে আছে দু-একটি মসজিদ। তবে মোগল আমলেই ঢাকা মসজিদের নগরে পরিণত হয়। এখন বলাহয়ে থাকে মসজিদের শহর ঢাকা তবে আমাদের এই মসজিদটি অনেক পুরোনো না হলেও এর আছে নিজস্ব কিছু বৈশিস্ট্য

শেট আহমেদ আব্দুল করিম যিনি ইন্ডিয়ার জয়পুর/জেটপুর এলাকার মুসলিম ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন ওনার ছেলে আব্দুল সাত্তার আহমেদ ১৯৪৭ সালে ইন্ডিয়া ও পাকিস্তানের স্বাধীনতার পরে দেশ ভাগের সময় ওনার বিশাল সম্পত্তি ছেরে ইন্ডিয়া হতে তৎকালীন পুর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ এ চলে আসেন এবং ঢাকার শ্যামপুরে সাত্তার ম্যাচ ফ্যাক্টরী নামে এই ম্যাচ ফ্যক্টরী চালু করেন।  আব্দুল সাত্তার আহমেদ বাংলাদেশে আরো ফ্যক্টিরী পরিচালনা করেন তার মধ্যে করিম জুট মিল, ঢাকা জুট মিল, এবং করিম কর্মাশিয়াল কম্পানি অন্যতম। সুত্র: http://richpaki.tripod.com/saga.htm

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ১৯৭১ সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ এই যুদ্ধের সূচনা ঘটে, যখন পাকিস্তানী সামরিক বাহিনী রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ১৯৭১ সালে স্বাধীনতার পর সাত্তার ম্যাচ ফ্যক্টরীকে বাংলাদেশ ক্যমিকেল ইন্ড্রাস্ট্রিজ করর্পোরেশনের আওতায় নিয়ে নেয়া হয় আর তখন থেকে এর নাম করন হয় উজালা ম্যাচ ফ্যাক্টরী, উজালা ম্যাচ ফ্যক্টরি মসজিদটি এই ফ্যক্টরীর জন্মলগ্ন হতেই প্রতিস্ঠিত হয় আনুমানিক ১৯৫০-৬০ সালের কোন এক সময়ে , ম্যাচ ফ্যক্টরীর শ্রমিক ও আশেপাশের এলাকার মানুষের নামাজের সুবিধার্থে এ মসজিদটি অতি সুনামের সাথে পরিচালিত হচ্ছে , বর্তমানে উজালা ম্যাচ ফ্যক্টরী বন্ধ হয়ে গেছে দেখুন এখানে পাবেন দেখুন এখানে পাবেন  যাতে বলা আছে :

During November and December 2002, 8 no. enterprises were closed  and all manpower were paid off as per Government Decision. The closed enterprises are (1) Khulna News Print Mills Ltd., (2) Khulna Hard Board Mills Ltd., (3) North Bengal Paper Mills Ltd., (4) Ujala Match Factory Ltd., (5) Lira Inddustrial enterprises Ltd., (6) Chittagong Chemical Complex Ltd., (7) Karnaphuli Rayon & Chemicals Ltd. (8) Sylhet Pulp and Paper Mills Ltd.

তবে কালের সাক্ষী ও উজালার নাম নিয়ে এখনো এই মসজিদটি চালু রয়েছে, এই মসজিদটি  ঢাকার মতিঝিল হতে মাত্র আট (৮) কিলোমিটার দুরে শ্যামপুর বাজারের একটু আগে পেট্রোল পাম্পের অপজিটে সবুজে ঘেরা যে জায়গাটা দেখতে পাবেন তার মাঝে অবস্থিত যার পুরোটা এক কালে ম্যাচ ফ্যক্টরী ছিল, এখন নোবাহিনি ও ফায়ার বিগ্রড সহ কেমিক্যল গোডাউন করে পুরাতন মসজিদ ভেংগে নতুন মসজিদ বানানো হয়েছে. মসজিদটির আরেক পাশে বয়ে গেছে ঢাকার প্রান বুড়িগঙ্গা নদী ও একটু এগুলেই পাবেন শ্যামপুর বুড়িগঙ্গা ইকো পার্ক যা তৈরি হয়েছে বুড়িগঙ্গা নদী বাচাতে ও মানুষের জন্য প্রকৃতিক পরিবেশে বিনোদনের ব্যবস্থা করতে।




আগের ঈমাম ও খতিব ২০০২ সালে যখন উজালা ম্যাচ ফ্যক্টরী বন্ধ ঘোষনা করা হয়, তখন থেকে ঈমাম সাহেব এই মসজিদকে এলাকাবাসীর সমন্বয়ে চালিয়ে রেখেছেন যাতে আল্লাহর ঘর নামাজের স্থান বন্ধ না হয়ে যায়।  তিনি ২০১৫ সালে অসুস্ত্থতা জনিত কারনে ইন্তেকাল করেন। এর পর থেকে এ জন্য মসজিদ কমিটি, এলাকার মান্যবড় ব্যক্তি ও আশে পাশের কারখানার মালিকদের সহায়তা এখনো টিকে আছে।   সবার প্রতি অশেষ কৃতগতা, আল্লাহ সবাইকে তাদের এই পরিশ্রমের জন্য জান্নাতুল ফেরদাউস দান করুন

মসজিদের সমাজিক দ্বায় বদ্ধতা ও কার্যক্রম: আমদের এই মসজিদকে আমরা নামাজের স্থান হিসেবে সিমাবদ্ধ না রেখে, নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, জুম্মা ও ঈদের নামাজ,রমজানের ইফতার ও তারাবি, শবেবরাত ও শবে কদরে মসজিদের বিশেষ কার্যক্রম, জানাযা ও দাফনে সহায়তা ও তরুনদের মাঝে ইসলামের প্রসার আমাদের মসজিদের মুল লক্ষ্য.

আর সেই লক্ষ্য পুরনে আমরা চেস্টা করে যাচ্ছি কিভাবে আমাদের সমাজে মসজিদকে আরো কল্যান মুখি করা যায় যেভাবে মসজিদ ছিল সকল ভাল কাজের মুল স্থান আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সাঃ) ও সাহাবায়ে কিরামদের সময়ে। আর এ ব্যপারে আপনাদের সকলের সহায়তা কাম্য কারন মানুষের কল্যানেই মসজিদ। আর ভাল কাজের মাধ্যমেই আমরা আমাদের মসজিদ কে একটি অনুকরনীয় দৃস্টান্ত রুপে প্রতিস্ঠিত করতে পারবো।

পুবের ঈমাম: উজালা ম্যাচ ফ্যক্টরী জামে মসজিদের আগের ঈমাম ও খতিব হাজী হাফেজ মোঃ মেজাম্মল হক মিয়াজী, তিনি প্রয়  ৪০ বছর আগে উজালা ম্যাচ ফ্যক্টরীতে মাজিদের মোয়াজ্জিন হিসেবে যোগদান করেন এবং ১৯৯৫ সাল হতে ইমামতি করছেন,তিনি ২০১৫ সালে অসুস্ত্থতা জনিত কারনে ইন্তেকাল করেন। 

মোয়াজ্জিন:

মসজিদ কমিটি: শাহজাদা খান সহ এলাকার  গন্য মান্য ব্যক্তি গন

মসজিদে সাহাজ্যকারী প্রতিস্ঠান ও শুভাকাংখিদের পরিচিতি:  

মাসজিদের তথ্য প্রযুক্তি সহায়তায়: ম্যক্সিমাস আইটি  http://www.maximusit.net/

ওয়েব এডমিন: মোহাম্মদ ফয়সাল হাসান, [ মেলবোর্ন ]
এই ওয়েব সাইট সর্ম্পকে মতামত, সাজেশন জানাতে মেইল করুন faysal2005@gmail.com.



No comments:

Post a Comment